মোহাম্মদ উল্লাহ সেনবাগ নোয়াখালীঃ
নোয়াখালীর সেনবাগে আবদুল মান্নান সমর্থিত সেনবাগ উপজেলা বিএনপির আয়োজনে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্ম বার্ষিকী পালন করা হয়।
শুক্রবার ( ১৫ আগস্ট ) সন্ধ্যা ৭টায় নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপি,পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আপোষহীন দেশনেত্রী,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, নোয়াখালী-২ ( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে সংসদ সদস্য প্রার্থী মো: আবদুল মান্নান সমর্থিত নেতাকর্মীদের মধ্যে উপস্হিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আনোযার হোসেন বাহার, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোক্তার হোসেন ইকবাল,সাবেক কাউন্সিলর ৪নং ওয়ার্ড ও প্যানেল মেয়র মো: মহিন উদ্দিন সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি প্রার্থী মো: ফখরুল ইসলাম টিপু, ৫নং অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ভাসানী, সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মনির আহাম্মেদ জুলেট মামুন মেম্বার,সমুন সহ অসংখ্য নেতা কর্মী উপস্থিত ছিলেন
এসময় সেনবাগ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জন্মবার্ষিকী অনুষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সু-স্বাস্থ্য কামনা করা হয়।