এবি সিদ্দিক, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি।।
পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্ত দিয়ে শিশুসহ ৯ (নয়) জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। সীমান্তের ৮৩৮ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ৯৮ বিএসএফের বিসবাড়ি ক্যাম্পের সদস্যরা জোর করে পুশ ইন করেছে বলে জানা যায়। পুশইন হওয়া ব্যক্তিদের বাড়ি ভারতের গুজরাটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার (১২ আগষ্ট) দিবাগত গভীর রাতে, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বামনদল সীমান্ত এলাকায় বাংলাদেশের লোকজন হঠাৎ কয়েকজন অচেনা ভারতীয়কে দেখতে পেয়ে বিজিবিকে খবর দিলে বিজিবি তাদের আটক করে।
আটককৃতরা হলেন, মৃত ইমান আলী বিশ্বাস এর পুত্র মোঃ মোশারফ হোসেন (৫০), মোশারফ হোসেনের পুত্র মোঃ রাব্বি (২৬), মোহাম্মদ নাহিদ হোসেন (২৪), মোঃ সজিব আলী (১৬), মোশারফ হোসেনের স্ত্রী পারভিন বেগম (৪০), মৃত ইমান আলীর স্ত্রী কোহিনুর নেছা (৭০) মোহাম্মদ রাব্বির স্ত্রী মোছাঃ বর্ষা (২২) ও রাব্বির শিশু সন্তান মোছাঃ জয়া (৩ বছর)।
৬১ বিজিবি ধবলসতী ক্যাম্প সুবেদার আনজারুল হক জানান, পুশ ইন হওয়াদের পাটগ্রাম থানায় হস্তান্তর করার জন্য পাঠানো হয়েছে।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, পুশ ইন এর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তাদের কে থানার হেফাজতে নিয়ে আসা হয়েছে। সঠিক পরিচয় পাওয়া গেলে ঠিকানা অনুযায়ী তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত