স্টাফ রিপোর্টার লালমনিরহাট।।
গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় দেশব্যাপী ক্ষোভের জোয়ার লালমনিরহাটেও পৌঁছেছে। হত্যাকাণ্ডের নিন্দা ও দোষীদের ফাঁসির দাবিতে রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় জেলা শহরের মিশন মোড় গোল চত্ত্বরে এক ঘন্টার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা শাখা, জেলা প্রেসক্লাব এবং লালমনিরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সভাপতি এস আর শরিফুল ইসলাম রতনের সভাপতিত্বে এবং দেশটিভি লালমনিরহাট প্রতিনিধি জামাল বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন
শহীদুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব পাটগ্রাম উপজেলা,গোলাপ হোসেন, সভাপতি, আদিতমারী উপজেলা নুরুজ্জামান আহমেদ, সভাপতি, কালীগঞ্জ উপজেলা, দৈনিক লালমনির আলো পত্রিকার সম্পাদক ও দৈনিক নাগরিক ভাবনার লালমনিরহাট প্রতিনিধি জিল্লুর রহমান, কল্লোল আহমেদ, সদস্য সচিব, বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা ও নির্বাহী সম্পাদক দৈনিক লালমনির আলো।
রহুল আমিন বাবু, সাধারণ সম্পাদক, লালমনিরহাট জেলা প্রেসক্লাব,চয়ন কুমার রায়, প্রতিনিধি, দৈনিক কলম যোদ্ধা মোঃ মাসুদ রানা রাশেদ, সম্পাদক, সাপ্তাহিক আলোর মনি
মিলন পাটোয়ারী, প্রতিনিধি, একাত্তর টিভি
জিন্নাতুল ইসলাম জিন্না, প্রতিনিধি, দৈনিক প্রতিদিনের সংবাদ,এস এম আবু হাসনাত রানা, প্রতিনিধি, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসআবদুর রব সুজন, প্রতিনিধি, দৈনিক প্রথম আলো, লিয়াকত আলী, প্রতিনিধি, দৈনিক নব চেতনা,আলতাফুর রহমান আলতাফ, প্রতিনিধি, জিটিভি,আহমেদুর রহমান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক, লালমনিরহাট প্রেসক্লাব,এছাড়াও বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তুহিন হত্যাকাণ্ডকে “সাংবাদিক সমাজের জন্য শোকাবহ ও আতঙ্কজনক” আখ্যা দিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
তারা বলেন,সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন, মানুষের অধিকার রক্ষায় ঝুঁকি নেন। অথচ পেশাগত দায়িত্ব পালনের সময় হামলা ও হত্যার ঘটনা বেড়ে চলেছে। এটি গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি।
সমাবেশে বক্তারা আরেকটি সাম্প্রতিক নৃশংস ঘটনারও নিন্দা জানান। শনিবার (৯ আগস্ট) রাত ৮টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের মকড়া ঢঢ গাছ এলাকায় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক ও চিত্র পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ হেলাল হোসেন কবিরকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে বেদম প্রহার করা হয়।
এ সময় তার মা-ও আহত হন। আহত দুজন বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে কয়েকজন দুর্বৃত্ত কুপিয়ে ও জবাই করে হত্যা করে আসাদুজ্জামান তুহিনকে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার এবং দীর্ঘদিন ধরে স্থানীয় দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষ আতঙ্কে পালিয়ে যায়। এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।
বক্তারা সতর্ক করে বলেন, যদি দ্রুত আসামিদের গ্রেফতার ও বিচারের ব্যবস্থা না হয়, তবে দেশব্যাপী সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যাবে। একই সঙ্গে দেশের সব সংবাদকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে জরুরি ও কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে জানান তারা।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত