মোঃ আনিছ হামজাঃ নিজের ঘরেও যদি নিরাপদ থাকা না যায়, তবে নিরাপত্তা কোথায়?
শান্তিপ্রিয় মৌলভীবাজার আজ রক্তে ভিজেছে,
একটি ছেলেকে ঘরে ঢুকে জবাই করে চলে গেছে খুনিরা।
নিজের ঘরে থেকেও যদি প্রাণের নিশ্চয়তা না থাকে, তাহলে এই শান্তিপ্রিয় মৌলভীবাজারে অশান্তির সূচনা
১ নং রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামের রাফিকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে জবাই করে হত্যা করা হয়।