মৌলভীবাজার উপজেলা প্রতিনিধি।।
৭ আগস্ট মৌলভীবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে উপস্থিত বক্তব্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মেধা, বাগ্মিতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ, শিক্ষা, প্রযুক্তি এবং দেশের সামগ্রিক উন্নয়নমূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর যুক্তিপূর্ণ ও জোরালো বক্তব্য উপস্থাপন করেন।
প্রতিযোগিতায় বিচারকমণ্ডলী প্রতিটি বক্তার বক্তব্যের বিষয়বস্তু, উপস্থাপনার ভঙ্গি এবং আত্মবিশ্বাসের উপর ভিত্তি করে সেরা বক্তাদের নির্বাচন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।