মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি।।
গাজীপুর জেলার কালীগঞ্জ থানার কনস্টেবল আফসার উদ্দিন ২৫ বছর ধরে বাংলাদেশ পুলিশ বাহিনীতে বিভিন্ন থানায় কর্মরত ছিলেন, সেচ্ছায় অবসর গ্রহন আবেদন এর প্রেক্ষিতে গাজীপুর জেলা পুলিশ সুপার ০৫ই আগষ্ট (সোমবার) সকল ১১ টার সময় কালীগঞ্জ থানা পুলিশের এক জামকালে আয়োজন এর মাধ্যমে অনুষ্ঠানিক বিদায় দেওয়া হয়েছে। বিদায় মহুর্তে আফসার উদ্দিন তার বক্তব্যে সকল অফিসার এবং সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন এত সুন্দর আয়োজন করার জন্য। আবেগ আপ্লুত হয়ে তিনি বলেন আমাকে থানা পুলিশ আনুষ্ঠানিক বিদায় দিবে আমি কল্পনা করি নাই, আমার আচার আচরণে কেউ যদি কোন ধরনের কষ্ট পেয়ে থাকেন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া এবং আপনাদের মঙ্গল কামনা করে আমি বিদায় নিলাম। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন আমি বিগত প্রায় এক বছর ধরে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি, আমার দেখা মতে আফসার উদ্দিন একজন সৎ এবং পরোপকারী একজন পুলিশ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে। তিনি কোন সময় ডিউটি অবহেলা করেন নাই, আমি আমার পক্ষ থেকে আফসার উদ্দিন এর মঙ্গল কামনা করছি। তার নেক হায়াত কামনা করি, আমি আমার থানার সকল সদস্যদের পক্ষে অশ্রুজল নয়নে বিদায় দিচ্ছি। বিদায় মুহুর্তে আফাসার উদ্দিনকে , ক্রেস্ট, পান্জাবি, পায়জামা, টুপি, তজবি উপহার প্রদান করে একটি প্রাইভেট কার সাজিয়ে কে গাড়ীতে উঠিয়ে থানার গেইটের বাহিরে ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ কালীগঞ্জ থানার সকল পুলিশ সদস্যরা বিদায় জানান।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত