আব্দুস সামাদ, বিশেষ প্রতিনিধি।।
লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেওয়া হয়।
মঙ্গলবার (৫আগস্ট) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাগজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন২০১০এর ৪ ধারা লঙ্ঘন করে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের অভিযোগে রিপু(২৫)নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। রিপু(২৫) পিতা: মোহাম্মদ আলী গ্রাম: কাগজীপাড়া শ্রীরামপুর । এসময় পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে পাটগ্রাম থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন,নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে এক ব্যক্তিকে সাজা দেয়া হয়েছে,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।