মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি।।
গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা, পৌর, অঙ্গ ও সহযোগী সংগঠনে আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানের ১ম বর্ষপূর্তিতে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪ ঘটিকায় কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাষ্টার এর সভাপতিত্বে আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন স্বপন এর সঞ্চালনায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ থেকে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশ এর মাধ্যমে সমাপ্তি হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একে এম ফজলুল হক মিলন, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খাইরুল আহসান মিন্টু, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোলাইমান আলম, আশরাফী হাবিবুল্লাহ ফরিদ হোসেন মৃধা, মাসুদ রানা, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাষ্টার, সদস্য সচিব ইব্রাহিম প্রধান, সদস্য মো: মনির উদ্দিন (মিঠু),সালাউদ্দিন আহামেদ, গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ (শাওন), গাজীপুর জেলা কৃষক দলের ভারপাপ্ত আহবায়ক মাহবুবুর রহমান, কালীগঞ্জ পৌর ছাত্র দলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ শাখার সদস্য সচিব হিমেল খাঁন সহ বিভিন্ন ইউনিয়ন এবং উপজেলা বিএনপির অঙ্গ সংগঠন এর নেতৃত্ববৃন্দ। উক্ত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা সব-সময় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই। বক্তারা আরো বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের এখন থেকেই ঘরে ঘরে গিয়ে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। জনগণের রায় নিয়ে বিএনপি পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরে এসে একটি উন্নত, গণতান্ত্রিক, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে—যেখানে থাকবে বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমতের স্বাধীনতা। সমাবেশে বক্তারা আরও বলেন, ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরশাসক জাতির ওপর চেপে বসতে না পারে, সে লক্ষ্যে বিএনপি নিরলসভাবে কাজ করে যাবে।