মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি।।
জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে শহীদ জাকারিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তনিমা আফ্রাদ উপজেলার দেওপাড়া গ্রামের শহীদ জাকারিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরী জন্নাত ,কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : আলাউদ্দিন, শহীদ জাকারিয়ার মা , কালীগঞ্জ পৌ বিএনপির সদস্য সচিব মো ইব্রাহিম প্রধান, আহ্বায়ক কমিটির সদস্য লাল মিয়া, সদস্য, রুহুল আমিন, জনতার দল কালীগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব মুহাম্মদ নোমান, ছাত্র নেতা এইচ এম আবু বকর,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো: শরিফুল ইসলাম, কালীগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম (রিপন), , কালীগঞ্জ পৌর জামাতের নেতৃবৃন্দ, রুহুল আমীন গাজীপুরী, কালীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন প্রমুখ। উল্লেখ্য যে ৪ আগস্ট জুলাই আন্দোলনে ঢাকা উওরায় আন্দোলনরত অবস্থায় গুলিতে জাকারিয়া শহীদ হন।