নিজস্ব প্রতিবেদকঃ
জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তি উদযাপন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে রেলওয়ে স্টেশন থেকে গণমিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিশন মোড় গোল চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট সদর উপজেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারী আলহাজ্ব মোকসেদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মোকসেদুল ইসলাম বলেন, “বর্তমানে দেশে দুর্নীতিবাজ, লুটেরা ও দালালদের দাপট চরমে। ভোটাধিকার হরণ, লুটপাট ও ক্ষমতার অপব্যবহার চলছে গায়ের জোরে। ইসলামী মূল্যবোধভিত্তিক নেতৃত্ব ছাড়া এ দেশের মুক্তি নেই। লালমনিরহাট সদর উপজেলাবাসি যদি আমাকে সুযোগ দেন, আমি ন্যায়- ইনসাফভিত্তিক ও উন্নয়নের রাজনীতি গড়ে তুলব।” পি আর পদ্ধতি ছাড়া আমরা কোন নির্বাচন হতে দেবো না।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম,
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোনো সাধারণ ঘটনা নয়; এটি অন্যায়ের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিবাদ
আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট সদর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মোঃ ফয়জার রহমান, মাওলানা মোঃ সাইফুল্লাহ প্রমূখ।
সমাবেশের সঞ্চালনায় ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট সদর উপজেলা শাখার সেক্রেটারী মোঃ আলতাফ মাহমুদ।