লালমনিরহাট প্রতিনিধিঃ
"জুলাই পূনর্জাগরণ অনুষ্ঠানমালা-" গতকাল ২ আগস্ট ২০২৫ লালমনিরহাট জেলার ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন মীর লাইব্রেরিতে লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদ এর আয়োজনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানমালায় কবি কণ্ঠে ছড়া কবিতা পাঠ ও শিশুদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, জুলাই গণঅভ্যুত্থানের উপর "অনিবার্য বিপ্লব" বিশেষ সাহিত্য পত্রিকার পাঠ উন্মোচনসহ গুণীজন সন্মাননা স্মারক প্রদান করা হয়।
সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১৬৯ জন শিক্ষার্থী দুটি গ্রুপে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
কবি কণ্ঠে ছড়া কবিতা পাঠ করেন, শ.ম শহিদ, ইয়ামিন বসুনিয়া, ইয়ার আলী, আব্দুছ ছালাম, নাজিরা পারভীন, আনোয়ার সাদাত পাটোয়ারী, হাই হাফিজ, নাজিরা জাহান, নিরব রায়হান, সরমিন বীথি, পাউইন লাবনী, লিনা রহমান, অ-কাদির, আইটিএম অন্তর, ইরশাদ জামিল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, জাকিউল ইসলাম ফারুকী এবং দেলোয়ার হোসেন রংপুরী, আতাউর মালেক, সভাপতি লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদ প্রমূখ।
আয়োজনে সার্বিক পৃষ্ঠপোষকতা করেন কবি জাকিউল ইসলাম ফারুকী ও খান মুজাহিদ।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত