আব্দুস সামাদ, বিশেষ প্রতিনিধি।।
লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেওয়া হয়।
শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার জগতবেড় ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাংলা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান,বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের অভিযোগে শিপন(৩৫)নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। শিপন(৩৫) পাটগ্রাম উপজেলার মির্জারকোট এলাকার মৃত রুহুল আমীনের ছেলে। এসময় এস আই হামিদুর রহমানের নেতৃত্বে পাটগ্রাম থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন,নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে এক ব্যক্তিকে সাজা দেয়া হয়েছে,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।