মোহাম্মদ উল্লাহ সেনবাগ উপজেলা প্রতিনিধি।।
শুক্রবার ( ০১ আগস্ট ) বিকেলে নোয়াখালীর জেলার সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নে সেনবাগের ঐতিহ্যবাহী ছাতারপাইয়া বাজারে সেনবাগ উপজেলা বিএনপির উদ্যোগে ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য, নোয়াখালী-২ ( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে সংসদ সদস্য প্রার্থী মো: আবদুল মান্নান এর আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৩১ দফা দাবীর লিপলেট বিতরণ এবং পথ সভা জনসমুদ্রে পরিণত হয়েছে।
জুজুর ভয় আর নয়, ধানের শীষের হবে জয়…শ্লোগানে মুখরিত ছাতারপাইয়া বাজার। ভয় কেটেছে মানুষের, তুমুল বৃষ্টি উপেক্ষা করে তারা ঘর থেকে বেরিয়ে উপস্থিত হয়ে জানান দিচ্ছে তারেক রহমানের নেতৃত্বে গড়বে দেশ, বিজয় হবে ধানের শীষের বাংলাদেশ।
প্রধান অতিথি নোয়াখালী জেলা বিএনপির সদস্য, নোয়াখালী-২ ( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে সংসদ সদস্য প্রার্থী মো: আবদুল মান্নান উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন।
উক্ত সভায় উপস্হিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: আনোযার হোসেন বাহার, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোক্তার হোসেন ইকবাল,সেনবাগ পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র
মহিন উদ্দিন(মহিন কমিশনার), সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী ফখরুল ইসলাম টিপু, ৫নং অর্জুনতলা ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ভাসানী, ২নং কেশারপাড় ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া সোহেল, সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মনির আহাম্মেদ জুলেট প্রমুখ।
এসময় সেনবাগ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।