1. dainiklalmoniralolive@gmail.com : দৈনিক লালমনির আলো : দৈনিক লালমনির আলো
  2. info@www.dainiklalmoniralo.live : দৈনিক লালমনির আলো :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
তিস্তার পানি বিপৎসীমার উপরে, শত শত পরিবার পানি বন্দী । অফিস না করেই মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে সেনবাগের কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তারা । পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট: চিকিৎসা থেকে বঞ্চিত হাজারো মানুষ গাইবান্ধায় ৪ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা। কক্সবাজার পুলিশ বিজিবি পৃথক অভিযানে ৮২ হাজার ইয়াবাসহ আটক ৭ কালীগঞ্জে পূর্বাচল নতুন শহর প্রকল্পে যৌথবাহিনীর উচ্ছেদ অভিযান লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ । নেশাগ্রস্ত বাবার ছেলের কান্না: “তিনদিন ধরে ভাত নেই, আর পারছি না…” সাঘাটা থানায় সিজু মিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন লালমনিরহাট জেলার পুলিশ সুপার কর্তৃক আদিতমারী থানা পরিদর্শন

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট: চিকিৎসা থেকে বঞ্চিত হাজারো মানুষ

আব্দুস সামাদ,পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি।।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

আব্দুস সামাদ,পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি।।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ৩১টি অনুমোদিত পদ থাকলেও বর্তমানে মাত্র ৩/৬ জন চিকিৎসক দিয়ে চলছে পুরো উপজেলা স্বাস্থ্যসেবার কার্যক্রম। এতে চিকিৎসা বঞ্চনায় পড়েছেন উপজেলার হাজার হাজার সাধারণ মানুষ।

উপজেলার প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য এ হাসপাতালই একমাত্র ভরসাস্থল। প্রতিদিন গড়ে ২০০ থেকে ৩০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। অথচ, মাত্র ৩ জন চিকিৎসক দিয়ে এসব রোগী দেখা, জরুরি বিভাগ পরিচালনা এবং ভর্তি রোগীদের চিকিৎসা দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে।

রোগীদের দুর্ভোগ চরমে

স্থানীয় বাসিন্দা রহিমা বেগম জানান, “আমার ছেলেকে জ্বর-ডায়রিয়া নিয়ে সকাল ৯টায় হাসপাতালে এনেছিলাম, দুপুর ২টা পর্যন্ত বসে থেকেও ডাক্তার পাইনি। শেষে বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যেতে হয়েছে।”

আরেক রোগী মাহবুবুর রহমান বলেন, “দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও চিকিৎসা মেলে না। অনেক সময় নার্সদের কাছ থেকেই ওষুধ লিখে নিতে হয়।”

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার মন্তব্য

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. দেবব্রত রায় জানান, “চিকিৎসক সংকটের বিষয়টি আমরা বারবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। অনুমোদিত ৩৩টি পদের মধ্যে অধিকাংশই শূন্য। বারবার চাহিদা পাঠানো হলেও এখনো কোনো প্রকার আশ্বাস মেলেনি।”

স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতিক্রিয়া

পাটগ্রাম উপজেলার ইউএনও মহোদয় জানান “এটা খুবই উদ্বেগজনক । এত বড় একটি উপজেলায় মাত্র ৩ জন ডাক্তার দিয়ে হাসপাতাল চালানো যায় না। আমি ব্যক্তিগতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি।”

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে উপজেলায় এমবুলেন্স দুই টি একটি হলো দহগ্রাম তিনবিঘা করিডোর এর সহ মোট তিনটি এমবুলেন্স ড্রাইভার নামে মাত্র একটি কিভাবে সম্ভব একজন ড্রাইভার দিয়ে তিনটি গাড়ি কিভাবে সম্ভব এতে ভোগান্তিতে সাধারণ রোগীরা।

স্বাস্থ্য খাত বিশ্লেষকরা বলছেন, একদিকে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে গ্রামীণ স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়ছে। এতে করে দরিদ্র ও সীমান্তবর্তী অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট শুধু একটি প্রশাসনিক ব্যর্থতা নয়—এটি জনগণের মৌলিক স্বাস্থ্য অধিকার হরণের স্পষ্ট প্রতিচ্ছবি। অবিলম্বে চিকিৎসক নিয়োগ ও যথাযথ ব্যবস্থাপনার দাবি জানাচ্ছে পাটগ্রামের সাধারণ জনগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট