আব্দুস সামাদ,বিশেষ প্রতিনিধি।।
লালমনিরহাট জেলায় পাটগ্রাম উপজেলায় তারুণ্যের আইডিয়ার গণঅভ্যুত্থানের বর্ষপূতি পালন আমার চোখে জুলাই বিপ্লব চিত্রাঙ্কন, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১১ টায় শহীদ আফজাল মিলনায়তনে লালমনিরহাট জেলা পরিষদের বাস্তবায়নে ও স্হানীয় সরকার বিভাগের আয়োজনে রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিয় হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশ।
আরও উপস্হিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ হাবিবুর রহমান মন্ডল, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার মোঃ মাহবুব উল আলম তালুকদার, পূবালী ব্যাংকের ব্যবস্হাপক ও এখন সমস্যা এটাই তো হয়। প্রিন্সিপাল অফিসার মোঃ মোরছালিন শাহ,প্রেসক্লাবের সাধারন এস আই সবুজসহ পাটগ্রামের বিভিন্ন স্কুল কলেজের ছাত্র- ছাত্রীরা রচনা ও বক্তৃতা প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন।