নিজস্ব প্রতিবেদকঃ
শামসুল হক মন্ডল শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল ও লালমনিরহাট রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার শোক প্রকাশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর স্কুল ও মাদ্রাসা প্রাঙ্গনে শোক প্রকাশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।
শামসুল হক মন্ডল শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন এর চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুল ইসলাম মন্ডল বলেন, দেশবাসীকে সর্বাত্মক সহায়তার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রবের নিকট দোয়া করছি। নিহতদের শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আহত সবার পরিপূর্ণ সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান একাউন্টেন মোঃ মনিরুজ্জামান মিলন বলেন, মাইলস্টোন স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা নিহত আহত হয়েছেন শিক্ষা গ্রহণ করতে গিয়ে মহান আল্লাহতালা যেন নিহতদের জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং আহতদের দ্রুত সুস্থতা লাভ করার জন্য উপস্থিত ছাত্র-ছাত্রীদের বলেন।
দোয়া পরিচালনা করেন লালমনিরহাট রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নুর আলম।