নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার উত্তরায় সামরিক বিমান মাইলস্টোন স্কুলের উপর বিধ্বস্তে হতাহতের ঘটনায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লালমনিরহাট জেলা শাখার গভীর শোক প্রকাশ।
রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লালমনিরহাট জেলার শাখার সভাপতি, মাওঃ ইব্রাহীম খলিল ও সাধারণ সম্পাদক মুফতী মাহফুজুর রহমান।
নেতৃদ্বয় দূর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মাইলস্টোন স্কুলের কোমলমতী শিক্ষার্থীদের ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে, দ্রুত আহতদের উন্নত চিকিৎসার জন্য সরকারের প্রতি আবেদন জানান তারা।
নেতৃদ্বয় আরো বলেন, এই দুর্ঘটনার যথাযথ তদন্ত এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশ বিমান বাহিনীকে অত্যাধুনিক বিমান বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের কাছে আবেদন জানান।