নিজস্ব প্রতিবেদকঃ
২০২৪ জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় লালমনিরহাট জেলা বিএনপির মৌন মিছিল।
শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট শহরের বিডিআর রোডে লালমনিরহাট জেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
বক্তব্যে তিনি বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনে নিহত আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিমসহ অনেক নাম না জানা শহীদ আমাদের গর্ব। কিন্তু দুঃখ জনকভাবে এক বছর পার হয়ে গেলেও তাদের হত্যার বিচার হয়নি।” তিনি আরও অভিযোগ করে বলেন, “দেশের নির্বাচন দেরিতে করার পাঁয়তারা চলছে। একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। সরকারের দুর্বলতার সুযোগে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় ফ্যাসিস্টের দোসররা মাথাচাড়া দিয়ে উঠছে।”
সমাবেশ শেষে জেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিডিআর রোড থেকে মৌন মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি বিএনপির রাজনৈতিক কার্যালয় মিশন মোড় হামার বাড়ির সামনে এসে শেষ হয়।
মিছিলে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একে এম মমিনুল হক, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন প্রমুখ।