নিজস্ব প্রতিবেদকঃ
গোপালগঞ্জের পথ সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর কর্মসূচিতে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শহরের বড় মসজিদ এলাকা থেকে বের হয়ে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, গোপালগঞ্জে বিপ্লবীদের ওপর হামলা এবং তাদের অপমান কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, গণতান্ত্রিক আন্দোলনের ওপর এ ধরনের বর্বর হামলা ফ্যাসিবাদী মানসিকতার নগ্ন বহিঃপ্রকাশ।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার আমীর ত্র্যাড. আবু তাহের। আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি ত্র্যাড. ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট-৩ আসনের প্রার্থী হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, জামায়াত নেতা নিয়াজ আহমদে রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত