লালমনিরহাট প্রতিনিধিঃ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। এর ফলে লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নদীর পানি বিপদসীমার মাত্র ২৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে গত তিনদিনে পানি ধাপে ধাপে বেড়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় যেখানে পানির উচ্চতা ছিল ৫১.৬২ মিটার, বুধবার সন্ধ্যায় তা বেড়ে দাঁড়ায় ৫১.৮৯ মিটার। বৃহস্পতিবার (আজ) দুপুর ১২টায় তা আরও বৃদ্ধি পেয়ে বিপদসীমার একেবারে কাছাকাছি পৌঁছেছে।
তিস্তার ভাটিতে অবস্থিত কাউনিয়া পয়েন্টেও পানির স্তর বেড়েছে, যদিও সেখানে তা এখনও বিপদসীমার ৪২ সেন্টিমিটার নিচে রয়েছে। ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গে চলমান ভারী বৃষ্টিপাত এবং সেখানকার পাহাড়ি ঢলকে পানি বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ঢল সরাসরি বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রবেশ করছে, যার ফলে তিস্তার পানি হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা জানিয়েছেন, পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে। অন্যদিকে, পাউবোর আরেক নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টা পানির উচ্চতা আরও বাড়তে পারে। এতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী এবং এর আশপাশের চরাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
বন্যার সতর্কতা পেয়ে ইতোমধ্যে চরাঞ্চলের দহগ্রাম, সানিয়াজান ও মহিষখোচা ইউনিয়নের বাসিন্দারা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে শুরু করেছেন। স্থানীয় প্রশাসনও পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে বলে জানা গেছে।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত