মোহাম্মদ উল্লাহ সেনবাগ উপজেলা প্রতিনিধি।।
নোয়াখালীর ঐতিহ্যবাহী প্রাচীনতম চৌমুহনী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত সোমবার (৭ জুলাই) রাতে প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ইয়াকুব নবী ইমনকে আহ্বায়ক, সাবেক সমাজ কল্যান সম্পাদক শিহাব উদ্দিন ও সাবেক কোষাধ্যক্ষ আবদুর রহিমকে যুগ্ম আহবায়ক করে ৩ সদস্যের এ আহ্বায়ক কমিটি ঘোষনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান কো-অপট সদস্য মোস্তফা মহসিন।
গত ২৭ জুন চৌমুহনীর কাঁশফুল রেস্তোরায় প্রেসক্লাবের সাবেক সভাপতি এম নজির উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় অধিকাংশ সদস্যের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে বিগত মেয়াদ উত্তিন্ন কার্যকরি কমিটি বিলুপ্ত করে গঠনতন্ত্র মোতাবেক প্রবীন সাংবাদিক মোঃ মোস্তফা মহসিনকে পরবর্তী প্রদক্ষেপ গ্রহনের ক্ষমতা প্রদান করে। এর প্রেক্ষিতে গঠনতন্ত্র মোতাবেক ও পরামর্শকদের মতামত নিয়ে মোস্তফা মহসিন ৩ সদস্যের এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। গঠিত আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে প্রেসক্লাবকে উন্নয়ন, সংস্কার ও দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন সহ গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন প্রক্রিয়া সম্পন্নসহ পরবর্তী প্রদক্ষেপ গ্রহন করবেন।