কল্লোল আহমেদ, লালমনিরহাটঃ দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষতা ও পেশাগত দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর সম্প্রসারণ কর্মকর্তা পদে পদোন্নতি পেয়েছেন লালমনিরহাট জেলা কার্যালয়ের কর্মকর্তা মোঃ রুহুল আমিন।
এ উপলক্ষে মঙ্গলবার (তারিখ দিন) বিসিক লালমনিরহাট জেলা কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভিনন্দন জানান। সংস্থার অভ্যন্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সহকর্মীরা বলেন, “রুহুল আমিনের কর্মনিষ্ঠা, সততা ও মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্কই তাঁর পদোন্নতির পেছনে মূল ভূমিকা রেখেছে।
রুহুল আমিন বলেন, “এ পদোন্নতি শুধু আমার একার অর্জন নয়, এটি বিসিক লালমনিরহাট অফিসের প্রতিটি সহকর্মীর সহযোগিতা ও ভালোবাসার ফল। আমি এই দায়িত্বকে আরও আন্তরিকভাবে পালন করবো এবং বিসিকের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবো।”
উল্লেখ্য, বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব আরও বেড়েছে, এবং এই পদে থেকে তিনি শিল্পোদ্যোক্তা বিকাশ, ক্ষুদ্র ও কুটির শিল্পে প্রশিক্ষণ ও সহায়তা, উদ্যোক্তা উৎসাহ এবং কারিগরি পরামর্শ প্রদানে কাজ করবেন বলে জানান।
স্থানীয় উদ্যোক্তারা তাঁর পদোন্নতিতে খুশি হয়ে বলেন, “একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে রুহুল আমিন আমাদের সবসময় সহযোগিতা করেছেন। আমরা আশা করি, নতুন পদে থেকেও তিনি আমাদের পাশে থাকবেন।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত