1. dainiklalmoniralolive@gmail.com : দৈনিক লালমনির আলো : দৈনিক লালমনির আলো
  2. info@www.dainiklalmoniralo.live : দৈনিক লালমনির আলো :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার পাটগ্রাম ও হাতীবান্ধার মানুষের প্রিয় মুখ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান নারীদের অন্তর্ভুক্ত করলে ইসলামকে টানে না করলে রক্ষণশীলঃ আব্দুল হালিম চৌধুরীরহাট যুবসংঘ” কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বিজিবির বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ ও মোটরসাইকেল জব্দঃ কালীগঞ্জে ইয়াবা ও গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন মৌলভীবাজার সাবেক জেলা জামায়াতের আমীর পলাশের ডাংগায় মোবারকের বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট পাটগ্রামে মৃত ব্যক্তির স্বাক্ষর জাল করে বিস্ফোরক লাইসেন্স নবায়ন বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মর্মান্তিক মৃত্যু

তুষভান্ডারে নারী-শিশু লাঞ্ছিত ও লুটপাট: যুবলীগ নেতাসহ প্রায় দুই শতাধিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট।।
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার লালমনিরহাট:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নে চাঁদা দাবি, হামলা, লুটপাট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউপি সদস্য ও স্থানীয় প্রভাবশালী এক যুবলীগ নেতাসহ ১৮০-২০০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগকারী মোছাঃ অলিমা বেগম (৬৬), উত্তর ঘনেশ্যাম গ্রামের বাসিন্দা ও মৃত খলিলুর রহমানের স্ত্রী। তিনি অভিযোগে উল্লেখ করেন, গত ২৩ জুন বিকেলে তুষভান্ডার নহর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে কাজ চলাকালীন সময়ে স্থানীয় মোঃ আলমগীর হোসেন ও মোঃ কামরুল হাসান পনিরসহ আরও কয়েকজন ব্যক্তি নিজেকে এনসিপি ও নৈরাজ্য বিরোধী ছাত্রনেতা পরিচয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছে চাঁদা দাবি করেন। বিষয়টি জানতে পেরে অলিমা বেগমের ছেলে মোঃ ওবায়দুল ইসলাম ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করেন।

এই ঘটনার জেরে পরদিন ২৪ জুন সকালে পরিকল্পিতভাবে প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অলিমা বেগমের বাড়িতে হামলা চালায়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়ির বাউন্ডারির মধ্যে প্রবেশ করে গালিগালাজ, ভাঙচুর, লুটপাট ও মারধর করে।

ভুক্তভোগীর দাবি, তার ছেলে না থাকায় অভিযুক্তরা ঘরের ভিতরে ঢুকে আলমারি, বেডসাইড ড্রয়ার ও আসবাবপত্র ভেঙে ফেলে এবং নগদ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা লুট করে। হামলার সময় বাধা দিতে গেলে অলিমা বেগম, তার পুত্রবধূ সামসুন্নাহার শিলা ও নাতনী আফিয়াত মুসতারী অনুকে পিটিয়ে আহত করে। একইসঙ্গে সামসুন্নাহার শিলার গলা থেকে ৭ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোঃ লিমন, মোঃ ছামসুল ইসলাম ও মোঃ রবিউল আলম রাজু অভিযোগের স্বাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন। তারা জানান, অভিযুক্তরা প্রকাশ্যে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

বর্তমানে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন মোছাঃ অলিমা বেগম। এ ঘটনায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেয়েছেন তারা এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট