লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী সীমান্ত দিয়ে আবারও ৭ জনকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১২ জুন) সকালে ৩ শিশু, ২ নারী ও ২ পুরুষকে ভারতের ১৫৯ বিএসএফ ব্যাটালিয়নের ডোরাডাবরী ক্যাম্প থেকে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, ঝালঙ্গী সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢোকার পর তারা আউলিয়ারহাট বাজার এলাকায় ঘোরাঘুরি করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে সীমান্তে নিয়ে যান। বিএসএফ তাদের লালমনিরহাট জেলার বাসিন্দা দাবি করে ফেরত পাঠায়।
একই দিন হাতীবান্ধার দোলাপাড়া সীমান্ত দিয়েও আরও ৫ জনকে পুশ ইন করার তথ্য পাওয়া গেছে।
বুড়িমারী বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার হাফিজুল ইসলাম হাফিজ বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে রাজি হননি। রংপুর ৬১ ব্যাটালিয়নের সিও লে. কর্নেল শেখ মো. মুসাহিদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।