শিক্ষক
হাফিজুল ইসলাম
কষ্ট করে শিক্ষা আমায়
যিনি করেন দান,
পিতা মাতার পরেই হলো
তাহার অবদান।
খেলার সময় খেলতে বলেন
পড়ার সময় পড়া,
আদর- শাসন সবকিছুতেই
তিনি ছিলেন সেরা।
মানুষের মতো মানুষ হও
এই ছিল তার বাণী,
অধিক শাসন করার পরে
ফেলতো চোখের পানি।
বুঝতে নাহি দিতো আমায়
তাহার মলিন মুখ,
দু- হাত তুলে রবের কাছে
চাইতো মোদের সুখ।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত