মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে বিএনপির একজন নেতাকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম ফরিদুল ইসলাম শাহীন শিকদার । তিনি ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির একাধিক পদে দায়িত্ব পালন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আজ শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার ভূরুঙ্গামারী বাজার এলাকা থেকে তাকে আটক করে যৌথ বাহিনী।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ফরিদুল ইসলাম শাহীন শিকদার দীর্ঘদিন ধরে বাজার প্রভাব খাটিয়ে অতিরিক্ত খাজনা আদায় করে আসছিলেন।
এতে সাধারণ ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সম্প্রতি কয়েকজন ভুক্তভোগী প্রশাসনের কাছে অভিযোগ দিলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আজ শনিবার দুপুরে বিশেষ অভিযান চালানো হয়।
এই রিপোর্ট লেখা পর্যন্ত যৌথবাহিনীর কর্মকর্তা আটোকের বিষয়টি নিশ্চিত করলেও ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, আমরা কাছে এখনো কোন তথ্য আসেনি। তথ্য পেলে জানাবো।
স্থানীয় বিএনপির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত