এবি সিদ্দিক, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি।।
বাংলাদেশের সীমান্ত থেকে ছয়টি গরু নিয়ে গিয়ে একজনকে জোর করে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
লালমনিরহাটের পাটগ্রাম জিমনাল সীমান্তে সোমবার (২৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয়রা জানায়, লালমনিরহাটের পাটগ্রাম সদর ইউনিয়নের জিমনাল গ্রামের নয়াবাড়ি রহমানপুর সীমান্ত এলাকায় দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার প্রধান পিলার ৮১৮ নম্বর এলাকায় ভারতের বাগডোগরা বিএসএফ ক্যাম্পের পাঁচজন সৈনিকের সাথে ছয়জন মানুষ আসে। এদের মধ্যে একজন মানসিক ছেলের (বোবা ২২) দুই হাত দড়ি/রশ্মি বাঁধা ছিল। বোবা ছেলেটিকে বিএসএফ মারপিট করতে থাকে। সাথে আসা লোকজনদের দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠাতে থাকে ছেলেটিকে। পার্শ্ববর্তী জমিতে চাষাবাদের কাজ করতে থাকা বাংলাদেশি এলাকাবাসি এ ঘটনা দেখে এগিয়ে যায়। হাতে লাঠি নিয়ে বিএসএফের এ অপতৎপরতা রোধে প্রতিবাদ জানিয়ে তর্ক করতে থাকে। এ সময় ৫১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) পাটগ্রাম ক্যাম্পের বিজিবি টহল দলের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার মুহুর্তে বিএসএফ ও লোকজনেরা বোবা ছেলেটিকে শূন্যরেখায় রেখে নয়াবাড়ি রহমানপুর এলাকার পালিত ৬ টি গরু নিয়ে যায়।
এ ব্যাপারে রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন বলেন, বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬ টায় সীমান্তে পতাকা বৈঠক চলছে। গরু গুলো ফেরত দিয়েছে বিএসএফ। আমরা স্পষ্ট বলেছি পাগল তোমাদের। তাকে কোনোভাবেই আমাদের দেশে ঢুকতে দেওয়া হবে না।