1. dainiklalmoniralolive@gmail.com : দৈনিক লালমনির আলো : দৈনিক লালমনির আলো
  2. info@www.dainiklalmoniralo.live : দৈনিক লালমনির আলো :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারগানা যুব সংঘ ও রক্তদান সংগঠন এর আয়োজনে ফ্রী মেডিকেল ক্যম্প অনুষ্ঠিত  পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় উপজেলা ও পৌর বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই: ব্যারিস্টার হাসান রাজীব প্রধান আমরা মৌলিক সংস্কার করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ: ডাঃ শফিকুর রহমান বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে রাশিয়া নোয়াখালীর সাউথ বাংলা হাসপাতালে মা ও নবজাতকের মৃত্যুতে চার চিকিৎসকের সনদ বাতিল দুষ্কৃতিকারী যে দলেরই হোক তাকে ছাড় না দেয়ার ঘোষণা ডিআইজির কালীগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বেষ্টুনীসহ বৃক্ষ রোপন ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন কালীগঞ্জে জুলাই গনঅভ্যুথানে শহিদ পরিবারকে সমর্থন ও ভালোবাসা জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা শাখার এনসিপি নেতৃবৃন্দ পাটগ্রাম থানায় বিএনপি নেতা কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ পুলিশসহ আহত ২৩ গোবিন্দগঞ্জে সারের দোকানে অভিযানে ৪৩৪ বস্তা সার ও ৬ হাজার ৯শ কেজি ধান বীজ জব্দ : ৫০ হাজার টাকা জরিমানা

দিনব্যাপী নানা আয়োজনে লালমনিরহাটে মহান মে দিবস পালিতঃ

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধি।।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধি।।

শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’—এ প্রতিপাদ্যে লালমনিরহাটে দিনব্যাপী নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।

মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা শ্রম কল্যাণ কেন্দ্র ও জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন নিজ নিজ ব্যানার নিয়ে র‌্যালিতে যোগ দেয় এবং পরে সবাই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর এর সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ পরিচালক রাজীব আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিআর সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন । সভায় স্বাগত বক্তব্য দেন, লালমনিরহাট শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার আফরোজা খাতুন।

সভায় মালিক ও শ্রমিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

আলোচনায় শ্রমিকদের অধিকার, মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়ন, এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “মে দিবস কেবল একটি দিন নয়, এটি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের দিন। মালিক ও শ্রমিকের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে জেলা শ্রমিক দল কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে জেলার মিশন মোড়ে এক আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

উল্লেখ্য, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেন। সেই আত্মত্যাগের স্মরণে সারা বিশ্বে এ দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

এ বছর বাংলাদেশে মে দিবসের পাশাপাশি জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসও উদযাপিত হয়েছে।

আলোচনা সভায় লালমনিরহাট জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রমিক আইন, মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন করনীয় বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট