ক্রীড়া প্রতিবেদকঃ এশিয়ান কাপের বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার (২৫ মার্চ) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে আত্মবিশ্বাসী লাল-সবুজের দল। অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন, ভারতের বিপক্ষে জয় পেতে মরিয়া তারা। তবে এর আগে ভারতকে ‘বড় ভাই’ বলে উল্লেখ করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
**ভারতকে বড় ভাই বললেন জামাল**
সোমবার (২৪ মার্চ) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামাল ভূঁইয়া। সেখানে ভারতকে বড় ভাইয়ের সঙ্গে তুলনা করে তিনি বলেন, **“আপনি যখন বড় ভাইয়ের বিপক্ষে খেলতে চান তখন সব সময় জিততে চান, তাই নয়? আমরা কিন্তু তাই করতে চাই।”**
**র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও জয় নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ**
সর্বশেষ ফিফা র্যাঙ্কিং অনুযায়ী, ভারত রয়েছে ১২৬তম স্থানে, যেখানে বাংলাদেশ তাদের চেয়ে ৫৯ ধাপ পিছিয়ে ১৮৫তম অবস্থানে রয়েছে। কাগজে-কলমে ভারত এগিয়ে থাকলেও এটি নিয়ে চিন্তিত নন জামাল। তিনি বলেন, **“আমাদের লক্ষ্য শুধুই জয়। আমরা র্যাঙ্কিং নিয়ে চিন্তা করি না।”**
**হামজার অন্তর্ভুক্তি নিয়ে আশাবাদী বাংলাদেশ**
বাংলাদেশ দলে হামজার অন্তর্ভুক্তি ভারতীয় দলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মনে করছেন অনেকে। এই বিষয়ে জামাল ভূঁইয়া বলেন, **“হামজার আসাটা আমাদের জন্য ইতিবাচক। এতে দলের মানসিকতায় পরিবর্তন এসেছে, খেলোয়াড়রা এখন জিততে চায়।”**
**আইএসএল বনাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ**
২০১৯ সালে এশিয়ান কাপ বাছাই পর্বে ভারত-বাংলাদেশ ম্যাচের আগে জামাল বলেছিলেন, **“আইএসএলের কারণে ভারতের ফুটবল বাংলাদেশের চেয়ে এগিয়ে।”** ভারতীয় এক সাংবাদিক যখন জিজ্ঞাসা করেন, ছয় বছর পরও তিনি একইভাবে ভাবেন কি না, তখন জামাল বলেন, **“আমি এখনও বলব, আইএসএল আমাদের লিগের চেয়ে এগিয়ে। তবে দুই দেশের স্থানীয় ফুটবলারদের মধ্যে বড় কোনো পার্থক্য নেই।”**
বাংলাদেশ দলের এই মনোভাব মাঠে কতটা প্রতিফলিত হবে, তা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের ফলাফলের জন্য। তবে জামাল-হামজারা ভারতকে হারিয়ে চমক দেখাতে প্রস্তুত!
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত