1. dainiklalmoniralolive@gmail.com : দৈনিক লালমনির আলো : দৈনিক লালমনির আলো
  2. info@www.dainiklalmoniralo.live : দৈনিক লালমনির আলো :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল ও কলেজের উপর বিমান বিধ্বস্তে নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত  পাটগ্রামে ইউএনও’র বাজার পরিদর্শন ও উচ্ছেদ অভিযান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা‌ পরিষদ লালমনিরহাট জেলা শাখার গভীর শোক প্রকাশ কালীগঞ্জ পৌরসভার ৬২ কোটি টাকার বাজেট ঘোষণা গাজীপুরে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার কালীগঞ্জে  জুলাই  আগষ্টের গনঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাখফেরাত  কামনায় উপজেলা ছাত্র দলের উদ্যাগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত  ফল উৎসবের আয়োজন করেন মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা পাটগ্রামে অবৈধ ভাবে জ্বালানী তেল বিক্রয়, অবৈধ রমরমা বাণিজ্য কালীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাখফেরাত ও সুস্থতায় কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত গাজীপুরের কালীগঞ্জে গরুসহ ৭ গরু চোর আটক

হোসেনপুরে অটোর যানযটে চরম ভোগান্তিতে মানুষ

হোসেনপুর,কিশোরগঞ্জ, প্রতিনিধি।।
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ অটোরিকশার যানজটে চরম ভোগান্তির শহরে পরিণত হয়েছে হোসেনপুর উপজেলার পৌর সদর বাজার। দিনের যে কোন সময় থেকে রাত অবধি, যানযট নিত্য সঙ্গী হয়ে পড়েছে।

সামনে ঈদ পরিবারের সকলে ছুটছে বাজারের দিকে, পছন্দের জিনিস, বাজার যেন হাতছাড়া না হয়ে যায়। সদর বাজারে রাস্তা পারাপার হওয়া দায়, অটোরিকশার দাপটে সব মানুষ উঠে এসেছে হকারের রাজত্বের ফুটপাতে এখানেও পা ফেলবার জায়গা নেই। যানযট ও জনযটের তীব্রতায় নাকাল সকলে, পৌর সদরের মূল সড়কের ব্যাবসায়ীরাও অসহায়, রাস্তা পাড়ি দিতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারিরা।

পৌর শহরের প্রধান সড়কগুলো এখন এমনিতেই ক্রেতাসাধারনের সমাগমে ঠাসা। এদিকে সড়কের পার্শ্বে গড়ে উঠা বহুতল বাণিজ্যিক ভবনে গাড়ি পার্কিংয়ের তেমন কোন ব্যবস্থা না থাকায় ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতাদের গাড়ি দোকানের সামনের রাস্তায় রাখার কারনেও যানযট দেখা দিচ্ছে। হোসেনপুর বাজারের ব্যবসায়ী সমিতিও এ বিষয়ে কোন ভূমিকা না নেয়ার কারনে এলোমেলো অটো পাকিং করে যাত্রী পরিবহন করায় এ যানযট এখন মানুষের হয়রানির অন্যতম কারন হয়ে দাড়িয়েছে।

অন্যদিকে অটোর জন্য নির্ধারিত কোন স্টেন্ড না থাকার কারনে পৌর সদরের প্রধান সড়ক সহ চৌরাস্তাগুলো অনির্ধারিত স্টেন্ড এ পরিণত হয়েছে। সদরে সঠিক কোন ট্রাফিক ব্যাবস্থা না থাকায় আরো বিপাকে পড়েছে ক্রেতা সাধারণ। সরেজমিন গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) দেখা যায় পবিত্র ঈদুল ফিতরের আগে বিপনি বিতান গুলোতে কেনাকাটায় ভিড় বেড়ে গেছে, হোসেনপুরের কাপড়ের মার্কেট আশপাশের উপজেলা থেকে অনেক বড় হওয়ায় বাইরের উপজেলার অটোরিকশা ঢুকে পড়ার করনে শহরের যানযট আরও কয়েকগুণ বেড়ে গেছে। পৌরসভা থেকে হাসপাতাল চৌরাস্তা পর্যন্ত অটোর জন্য গরমের মধ্যে নারী, শিশুরা অনেক কষ্টে হেঁটে চলাচল করেছে। এতে মহিলা ও শিশুরা চরম হয়রানির শিকার হচ্ছে।

পাকুন্দিয়া উপজেলার চরকাওনা থেকে ঈদের কেনাকাটা করতে আসা হামিদা বেগম জানান, প্রচন্ড যানযটে ছেলে সহ অনেক কষ্টে কেনাকাটা করছি ফুটপাতগুলোও লোক চলাচলের জন্য উন্মুক্ত থাকলে আমাদের হয়রানি হত না । হোসেনপুর উপজেলা জনদুর্ভোগ নিরশনে নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম ফকির জানান, অটোর জন্য নির্ধারিত স্যান্ড ও ফুটপাতগুলো হকারমুক্ত করে তাদের সরকারী জায়গায় পুর্নবাসনের দাবী জানিয়ে সংশিস্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন। এদিকে পৌর সদর বাজারের রাস্তায় কুটপাত নির্মানেও জটিলতা থাকায় কোথাও ফুটপাত আছে আবার কোথাও নেই, যতটুকু আছে সেটাও দখল করে অস্থায়ী দোকান থাকার কারণে পথচারীরা ঠিকমত পায়ে হেটেও চলাচল করতে কষ্ট হচ্ছে। পৌর সদরে তেমন কোন ট্রাফিক পুলিশ না থাকায় যানযট ও গরমে বিভিন্ন উপজেলা থেকে আগত মানুষের কষ্টের শেষ নেই। নম্বর ও লাইলেন্স বিহীন অনভিজ্ঞ অটোচালকরা সারা বাজারে নিজেদের খেয়াল খুশি মত যত্রতত্র গাড়ী পাকিং করে যাত্রী পরিবহন করে। গাড়ি ও ড্রাইভারদের লাইসেন্স ও নম্বর না থানায় অটো চালকদের কোন ট্রাফিক জ্ঞান ও দায়বদ্ধতা নেই, সে জন্য অনভিজ্ঞতার কারনে প্রায় প্রতিদিনই উপজেলার জোন না কোন সড়কে দুর্ঘটনা ঘটছে। ফলে দুর্ঘটনায় মৃতোুর পাশাপাশি বহু মানুষ অকালে পগুুত্ব বরণ করছে। নাম প্রকাশ না করার শর্তে ব্যাবসায়ীরা জানান, সংশ্লিষ্ট প্রশাসন এ বিষয়ে ব্যাবস্থা না নেয়ার কারনে ক্রেতা ব্যাবসায়ীরা চরম হয়রানি পোহাচ্ছেন। এ বিষয়ে সহকারী কমিশনার। ভুমি) ও পৌর প্রশাসক ফরিদ আল সোহানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে শিগ্রই ব্যাবস্থা নেয়ার আশ্বাষ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট