প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৪, ২০২৫, ৮:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৫, ৫:০১ পি.এম
লালমনিরহাটে এক নারীর মাথা বিহীন লাশ উদ্ধারঃ
নিজস্ব প্রতিবেদকঃ
লালমনিরহাটে একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত এক নারীর (৩০) মাথাবিহীন লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বুধবার (৫ মার্চ) দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, স্থানীয় এক কৃষক বাড়ির পাশ থেকে গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় ভুট্টা ক্ষেতের আইলে পড়ে থাকতে দেখেন মাথাবিহীন এক নারীর লাশ। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ওই নারীর লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে চেষ্টা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : জিল্লুর রহমান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত