1. dainiklalmoniralolive@gmail.com : দৈনিক লালমনির আলো : দৈনিক লালমনির আলো
  2. info@www.dainiklalmoniralo.live : দৈনিক লালমনির আলো :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত পাটগ্রামের বাউরায় পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু মৌলভীবাজারে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে কালীগঞ্জে কাউছার আহম্মেদ কাজল ফাউন্ডেশনের উদ্যোগে বয়স্কদের আর্থিক সহায়তা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিলেন মাওলানা মুফতী মোঃ আব্দুর রহমান কারীমী ঠাকুরগাঁওয়ে সাংবাদিক হারুন অর রশিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে সংসদীয় আসন-৩ এর দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার পাটগ্রাম ও হাতীবান্ধার মানুষের প্রিয় মুখ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান নারীদের অন্তর্ভুক্ত করলে ইসলামকে টানে না করলে রক্ষণশীলঃ আব্দুল হালিম

ভাটিরা হাফেজিয়া এতিমখানা ও পূনর্বাসন কেন্দ্রের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষে ওয়াজ,ও দোয়া অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর, টঙ্গী।।
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর টঙ্গী।।

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ভাটিরা এতিমখানা ও পুনর্বাসন কেন্দ্রের হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।

গতকাল ২৪ শে জানুয়ারী রোজ শুক্রবার বাদ আছর হইতে ওয়াজ মাহফিল শুরু হয়।
গোলজার হোসেন এর সভাপতিত্বে হাফেজ আজিজুর রহমানের সঞ্চালনায় মাহফিল টি অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন : মোঃ ইলিয়াস হোসেন বাগমার,ইংরেজি শিক্ষক, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী গাজীপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শফিকুল ইসলাম সরকার, প্রবাসী সৌদি আরব। ওয়াজ ও দোয়ার মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মো: মাঈন উদ্দিন আকন্দ ( জুয়েল), ভাইস প্রেসিডেন্ট, এইচ,এস,বি,সি,ব্যাংক ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : মোঃ মোদাব্বির হাসান (মানিক), বিশিষ্ট সমাজ সেবক ভাদার্তী,কালীগঞ্জ, গাজীপুর। আমন্ত্রিত উলামেয়ে কেরামঃ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঃ বিশিষ্ট ইসলামিক চিন্তাবীদ ও প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা এম এম ইউসুফ আলী নূরী,শিক্ষক গোপলনগর,এমদাদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা,ও খতিব,হিজলী,বালিয়াগড়া কেন্দ্রীয় জামে মসজিদ, ভালুকা।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঃ মাওলানা, মুফতী আব্দুল হালিম আল-হোসাইনী,খতিব,সেকান্দর বাগ জামে মসজিদ মধ্য বাড্ডা ঢাকা।
আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন : হাফেজ মাও. রিয়াজ উদ্দিন সিনিয়র শিক্ষক, ভাটিরা,বালিকা, দাখিল মাদ্রাসা।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন :
হাফেজ মাওলানা রাশিদুল ইসলাম, ইমাম ও খতিব, ভাটিরা,হাফিজিয়া,মাদ্রাসা মসজিদ।
উল্লেখ করা যায় যে অত্র মাদ্রাসার ৩ জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রধান করেন। মাওলানা এম এম ইউসুফ আলী নূরী।
পাগড়ি প্রাপ্ত হাফেজ ছাত্রদের ফুলের তোরা দিয়ে বরন করে নেয়, আজাদ আনোয়ার হোসেন, মালিক খোদেজা শপিং কমপ্লেক্স, কালীগঞ্জ, গাজীপুর। আব্দুস সালাম মালিক জনতা বই ঘর,কালীগঞ্জ বাজার।
মোঃ মোদাব্বির হাসান (মানিক), বিশিষ্ট সমাজ সেবক ভাদার্তী,কালীগঞ্জ, ভাটিরা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় নগদ অর্থ প্রধান করেন এবং মাদ্রাসা পরিচালনা কমিটির ২২ জন সন্মিনত সদস্য, মাদ্রাসার শিক্ষক০৭ জন,পাগড়ী প্রাপ্ত ছাত্র ০৩ জন, অবিভাবক ০৩ জন,অতিথি ০৮ জন মোট ৪৩ জনকে (জায়নামাজ) সন্মানী অতিথির নিজ হাতে শুভেচ্ছা উপহার প্রধান করেন,হাফেজ ছাত্রদের এবং শিক্ষকদের জুব্বা উপহার প্রধান করেন।

বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমি আজকে এই ওয়াজ মাহফিলে দাড়িয়ে ওসমান/ নরুননেচ্ছা কল্যান ট্রাষ্ট এর শুভ উদ্ভোবধন ঘোষনা করলাম, এ ট্রাস্টে কার্যক্রম সমুহ হল(১) মসজিদের সাউন্ড সিষ্টেম,( মাইক) (২) মুসল্লীদের জন্য অজু করার জন্য সামার সিবোল স্হাপন করা,(৩) এতিম হাফেজ শিক্ষার্থীদের জন্য আর্থিক সহয়তা করা,অসহায় দুস্ত গরীবদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা। বিগত ১৫ বছর ধরে উপরোক্ত সহায়তা গুলো কালীগঞ্জ এবং রুপগন্জ উপজেলার জনগণের জন্য করে আসছি।
বিশেষ অতিথি তার বক্তবে বলেন শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর আমরা যদি মানুষ গড়ার কারিগরকে সন্মান না করি তাহলে সমাজ থেকে সু- শিক্ষা উঠে যাবে,আমার হালাল ইনকাম দিয়ে প্রতিষ্ঠানে প্রায় সময়ই এই প্রতিষ্ঠানে এসে আমার সার্ধ্য মতো সহয়তা করি,এবং মাদ্রাসায় হাফেজ ছাত্রদের খোঁজ খবর রাখি,আমার ছেলে ও মাদ্রাসায় পড়ে,আমি যতদিন বেচেঁ থাকবো আমি এই প্রতিষ্ঠানের এবং ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর সাথে মহব্বত থাকবে আমি আমার স্বার্ধ্য মত সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থেকে এইভাবে আমার এই সহযোগিতা করতে পারি, এবং আমার প্রয়াত বাবার মা এবং ফুফুর জন্য দোয়া করবেন উনাদের কে যেন মহান আল্লাহতালা জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমি যেন সবসময়ই আল্লাহর রাস্তায় এই সেবা মুলক কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারি,এবং ইসলামের একজন সেবক হয়ে আপনাদের প্বার্শে সবসময়ই সহয়তা করতে পারি। গভীর রজনীতে মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়ার মাধ্যমে ওয়াজ মাহফিল সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট